ভাষাবিজ্ঞান
১) ভাষাবিজ্ঞান কাকে বলে? উঃ বাংলা ভাষাকে বিচার বিশ্লেষণ করাকে ভাষাবিজ্ঞান বলে। ২) ভাষাবিজ্ঞানকে কয়টি ভাগে ভাগ করা যায়? উঃ ৩ টি। ৩) ভাষাবিজ্ঞানের ধারাগুলির নাম কি? উঃ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান , তুলনামূলক ভাষাবিজ্ঞান, ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। ৪) ভাষাবিজ্ঞানের শ্রেণিবিভাগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? উঃ দুটি। ৫) ভাষাবিজ্ঞানের প্রধান দুটি শ্রেণিবিভাগের নাম কি? উঃ প্রধান ভাষাবিজ্ঞান ও ফলিত ভাষাবিজ্ঞান। ৬) প্রধান ভাষাবিজ্ঞান কে কয় ভাগে ভাগ করা যায়? উঃ ৫ ভাগে। ৭) প্রধান ভাষাবিজ্ঞানের নাম গুলি কি কি? উঃ ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, ও বাক্যতত্ত্ব। ৮) ফলিত ভাষাবিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা যায়? উঃ ৬ ভাগে। ৯) ফলিত ভাষাবিজ্ঞানের নাম গুলি কি কি? উঃ সমাজভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, শৈলী ভাষাবিজ্ঞান, নৃ ভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, ও অভিধান ভাষাবিজ্ঞান। ১০) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে? উঃ ভাষাবিজ্ঞানের যে ধারায় বাংলা ভাষার ধ্বনি, শব্দ ও বাক্য-র গঠন আলোচনা করা হয় তাকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলে। ১১) তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে? উঃভাষাবিজ্ঞানের যে ধারা বাংলা ভাষা...