ভাষাবিজ্ঞান
১) ভাষাবিজ্ঞান কাকে বলে?
উঃ বাংলা ভাষাকে বিচার বিশ্লেষণ করাকে ভাষাবিজ্ঞান বলে।
২) ভাষাবিজ্ঞানকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উঃ ৩ টি।
৩) ভাষাবিজ্ঞানের ধারাগুলির নাম কি?
উঃ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান , তুলনামূলক ভাষাবিজ্ঞান, ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান।
৪) ভাষাবিজ্ঞানের শ্রেণিবিভাগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
উঃ দুটি।
৫) ভাষাবিজ্ঞানের প্রধান দুটি শ্রেণিবিভাগের নাম কি?
উঃ প্রধান ভাষাবিজ্ঞান ও ফলিত ভাষাবিজ্ঞান।
৬) প্রধান ভাষাবিজ্ঞান কে কয় ভাগে ভাগ করা যায়?
উঃ ৫ ভাগে।
৭) প্রধান ভাষাবিজ্ঞানের নাম গুলি কি কি?
উঃ ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, ও বাক্যতত্ত্ব।
৮) ফলিত ভাষাবিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা যায়?
উঃ ৬ ভাগে।
৯) ফলিত ভাষাবিজ্ঞানের নাম গুলি কি কি?
উঃ সমাজভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, শৈলী ভাষাবিজ্ঞান, নৃ ভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, ও অভিধান ভাষাবিজ্ঞান।
১০) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে?
উঃ ভাষাবিজ্ঞানের যে ধারায় বাংলা ভাষার ধ্বনি, শব্দ ও বাক্য-র গঠন আলোচনা করা হয় তাকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলে।
১১) তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে?
উঃভাষাবিজ্ঞানের যে ধারা বাংলা ভাষার সাথে অন্য ভাষার তুলনা করে বিচার বিশ্লেষণ করা হয় তাকে তুলনামূলক ভাষাবিজ্ঞান বলে।
১১) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কাকে বলে?
উঃ ভাষাবিজ্ঞানের যে ধারায় বাংলা ভাষার উৎস, ইতিহাস ও বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয় তাকে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বলে।
১২) সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে?
উঃ ভাষা সমাজের উপর কিভাবে প্রভাব বিস্তার করে তা ভাষা বিজ্ঞানের যে শাখায় আলোচিত হয় তাকে সমাজভাষাবিজ্ঞান বলে।
১৩) মনোভাষাবিজ্ঞান কাকে বলে?
উঃ ভাষা শিক্ষা ও মনের উপর কতটা প্রভাব বিস্তার করে তা ভাষা বিজ্ঞানের যে শাখায় আলোচিত হয় তাকে মনোভাষাবিজ্ঞান বলে।
১৪) স্নায়ু ভাষাবিজ্ঞান কাকে বলে?
উঃ ভাষা স্নায়ুর উপর কতটা প্রভাব বিস্তার করে তা ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচিত হয় তাকে স্নায়ু ভাষাবিজ্ঞান বলে।
১৫)নৃ ভাষাবিজ্ঞান কাকে বলে?
উঃ ভাষা প্রচলিত ধারা ও সংস্কারের ওপর কতটা প্রভাব বিস্তার করে তা ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচিত হয় তাকে নৃ ভাষাবিজ্ঞান বলে।
১৬) শৈলী ভাষাবিজ্ঞান কাকে বলে?
উঃ লেখকের চিন্তন, মনন ও উপলব্ধি ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচিত হয় তাকে শৈলী ভাষাবিজ্ঞান বলে।
১৭) অভিধান ভাষাবিজ্ঞান কাকে বলে?
উঃ ভাষার ধ্বনি ও ভাষার অর্থ ভাষা বিজ্ঞানের যে শাখায় আলোচিত হয় তাকে অভিধান ভাষাবিজ্ঞান বলে।
১৮) লাঙ্ কাকে বলে?
উঃ ভাষার মান্য ও আদর্শ রূপ কে লাঙ্ বলে।
১৯) পারোল কাকে বলে?
উঃ ভাষার দৈনন্দিন ব্যবহার্য রূপকে পারোল বলে।
২০) কোড কাকে বলে?
উঃ কোনো ব্যক্তি যে উপভাষার রীতি ব্যবহার করে তাকে কোড বলে।
২১) কোড বদল কাকে বলে?
উঃ কোন ব্যক্তি যে উপভাষার রীতিটি ব্যবহার করে, আর সেই ব্যক্তি পরিস্থিতি অনুযায়ী যদি ওই উপভাষার বদলে অন্য ভাষা ব্যবহার করে তাকে কোড বদল বলে।
২২)LAD কি?
উঃ Language Acquisition Device.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন