ক্রিয়াপদ
১) ক্রিয়াপদ কাকে বলে? উঃ বাক্যে অন্তর্গত যে পদের দ্বারা বিশেষ্যের যাওয়া, আসা, করা, থাকা, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় সেই পদ ক্রিয়াপদ বলে। ২) ধাতু কাকে বলে? উঃ ক্রিয়ার মূলকে ধাতু বলে। ৩) ক্রিয়াপদের কাজের উপর ভিত্তি করে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায়? উঃ ২ ভাগে। যথা- সমাপিকা ক্রিয়া(finite verb) ও অসমাপিকা ক্রিয়া(infinite verb)। ৪) সমাপিকা ক্রিয়া(finite verb) কাকে বলে? উঃ যে ক্রিয়াতে বাক্য শেষ হয়ে যায়, আর বলার বা শোনার থাকেনা, তাকে সমাপিকা ক্রিয়া বলে। ৫) সমাপিকা ক্রিয়ার উদাহরণ? উঃ আমাদের বাড়ির কাছে একটা মুদিখানা দোকান ছিল, বৃদ্ধ করছিল রামচন্দ্রের সেতুবন্ধন এর কথা। ৬) অসমাপিকা ক্রিয়া (infinite verb ) কাকে বলে? উঃ যে ক্রিয়াতে বাক্য শেষ হয় না, আরো কিছু বলার বা শোনার ইচ্ছা থাকে, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। ৭) অসমাপিকা ক্রিয়ার উদাহরণ? উঃ রামকানাই কাগজ নিয়ে প্রস্তুত হলেন, সোনালী মেঘ কাজল হয়ে ঘিরল অবনিকে। ৮) অসমাপিকা ক্রিয়া চেনার সহজ উপায়? উঃ সাধু ভাষায়- ইয়া, ইতে, ইলে বিভক্তি থাকবে। চলিত ভাষায়-এ, লে, তে বিভক্তি থাকবে। ৯) কর্ম ভেদে ক্রিয়াপদ কে কয় ভা...