ক্রিয়াপদ

 ১) ক্রিয়াপদ কাকে বলে?

উঃ বাক্যে অন্তর্গত যে পদের দ্বারা বিশেষ্যের যাওয়া, আসা, করা, থাকা, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় সেই পদ ক্রিয়াপদ বলে।

২) ধাতু কাকে বলে?

উঃ ক্রিয়ার মূলকে ধাতু বলে।

৩) ক্রিয়াপদের কাজের উপর ভিত্তি করে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায়?

উঃ ২ ভাগে। যথা- সমাপিকা ক্রিয়া(finite verb) ও অসমাপিকা ক্রিয়া(infinite verb)।

৪) সমাপিকা ক্রিয়া(finite verb) কাকে বলে?

উঃ যে ক্রিয়াতে বাক্য শেষ হয়ে যায়, আর বলার বা শোনার থাকেনা, তাকে সমাপিকা ক্রিয়া বলে।

৫) সমাপিকা ক্রিয়ার উদাহরণ?

উঃ আমাদের বাড়ির কাছে একটা মুদিখানা দোকান ছিল,

 বৃদ্ধ করছিল রামচন্দ্রের সেতুবন্ধন এর কথা।

৬) অসমাপিকা ক্রিয়া (infinite verb ) কাকে বলে? 

উঃ যে ক্রিয়াতে বাক্য শেষ হয় না, আরো কিছু বলার বা শোনার ইচ্ছা থাকে, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।

৭) অসমাপিকা ক্রিয়ার উদাহরণ?

উঃ রামকানাই কাগজ নিয়ে প্রস্তুত হলেন,

সোনালী মেঘ কাজল হয়ে ঘিরল অবনিকে।

৮) অসমাপিকা ক্রিয়া চেনার সহজ উপায়?

উঃ সাধু ভাষায়- ইয়া, ইতে, ইলে বিভক্তি থাকবে।

চলিত ভাষায়-এ, লে, তে বিভক্তি থাকবে।

৯) কর্ম ভেদে ক্রিয়াপদ কে কয় ভাগে ভাগ করা যায়?

উঃ তিন ভাগে। যথা- সকর্মক ক্রিয়া(transitive verb), অকর্মক ক্রিয়া(intransitive verb) ও দ্বিকর্মক ক্রিয়া(having two objects of verb)।

১০) সকর্মক ক্রিয়া(transitive verb) কাকে বলে?

উঃ যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে।

১১) সকর্মক ক্রিয়ার উদাহরণ?

উঃ বিমল বাবু প্রতিদিন সন্ধ্যায় মহাভারত পড়েন,

শিশু চাঁদ দেখছে।

১২) অকর্মক ক্রিয়া (intransitive verb) কাকে বলে?

উঃ যে ক্রিয়ার কর্ম থাকেনা তাকে অকর্মক ক্রিয়া বলে।

১৩) অকর্মক ক্রিয়ার উদাহরণ?

উঃ সে গায়।

শ্যাওলা ভাসছে।

১৪) দ্বিকর্মক ক্রিয়া (having two objects of verb) কাকে বলে?

উঃ যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে।

১৫) দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ?

উঃ যদু দোকানেকে টাকা দিচ্ছে,

শিক্ষক ছাত্রকে অংক করাচ্ছেন।


   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভাষাবিজ্ঞান

কবিতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য