নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্য
নাটক কাকে বলে 'নাটক' বা সর্বজনগ্রাহ্য অর্থে 'drama' পদ্ম কিংবা গদ্য সংলাপের রীতিতে রচিত মঞ্চে অভিনয় উপযোগী এক সাহিত্যকর্ম, শ্রুতি ও দৃশ্য নির্ভর মাধ্যমের সাহায্যে পরিবেশন যোগ্য এক ফলিত শিল্প রূপ। ভারতীয় নাট্যশাস্ত্রের উদ্ভব প্রসঙ্গে কথিত আছে যে স্বয়ং ব্রহ্মা পঞ্চম বেদ হিসেবে নাট্যশাস্ত্র প্রণয়ন করেন এবং বৃদ্ধ ভরত তথা ভরত মুনিকে এই নাটকের দান করেন। ভারতের নাট্যশাস্ত্র নৃত-গীত-অভিনয়-কলা বিষয়ক পাড়া প্রাচীনতম গ্রন্থ। অ্যারিস্টোটলের পয়েটিক্সে -এ যেমন, তেমনি সংস্কৃত অলঙ্কারশাস্ত্রে নাটককে কাব্য সাহিত্যের পর্যায় ভুক্ত করা হয়েছে। সংস্কৃত অলঙ্কারিকেরা নাটককে প্রধানত 'দৃশ্য কাব্য' বলে অভিহিত করেছেন যদিও দৃশ্য ও শ্রব্য কাব্যের সমন্বয়েই নাটক গতিশীল মানব জীবনের প্রতিচ্ছবি মুহূর্ত করে তোলে রঙ্গমঞ্চের ভিত্তিভূমিতে। # বিশ্বনাথের সাহিত্য দর্পণে দশ প্রকার রূপকের অন্যতম হিসেবে নাটকের নাম উল্লেখ করা হয়েছে। #মার্জারি বোলটন বলেছেন- It is a literature that walks and talks before our eyes' . নাটকের বৈশিষ্ট্য গুলি কি নাটকের বৈশিষ্ট্...