পোস্টগুলি

মার্চ, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিশেষণ

  বিশেষণ       সংজ্ঞা:        বাংলা ব্যাকরণ মতে– বাক্যে ব্যবহৃত যে প্রকার   পদ   বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদকে বিশেষিত করে, তাকেই বিশেষণ বলে।   বিশেষ্যের বিশেষণ -   লাল   রক্ত; সর্বনামের বিশেষণ -   করুণাময়   তুমি; ক্রিয়ার বিশেষণ -   আস্তে   যাও   শ্রেণিবিভাগ :       বিশেষণ দুইভাগে বিভক্ত,   নাম বিশেষণ   এবং   ভাব বিশেষণ । ক)নাম-বিশেষণ: যে সকল শব্দ (বিশেষণ পদ) সর্বনাম ও বিশেষ্যকে বিশেষিত করে, তাকেই নাম বিশেষণ বলা হয়। যেমনঃ সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে? সে রূপবান ও গুণবান। খ)ভাব বিশেষণ: যে সকল শব্দ বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদ ব্যতীত অন্যপদগুলোকে বা বাক্যকে বা উভয়ের অর্থকে বিশেষিত করে, তাকে ভাব-বিশেষণ বলে। ভাব বিশেষণকে চারভাগে ভাগ করা যায়- ১ ) ক্রিয়া বিশেষণ ২ ) বিশেষণের বিশেষণ ৩ ) অব্যয়ের বিশেষণ ৪ ) বাক্যের বিশেষণ   ১ ) ক্রিয়া বিশেষণঃ যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তা...

বিশেষ্য

  বিশেষ্য :-         *   বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত   পদ   দ্বারা কোনো ব্যক্তি , জাতি , সমষ্টি , বস্তু , স্থান , কাল , ভাব , কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য বলে ।         * কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে । একে নামপদও বলা হয় ।       যেমন : মণি কৃষ্ণকলি , ভারতবর্ষ , পুনে   ।   প্রকারভেদ: -       বিশেষ্য মোট ছয় প্রকার: - যথা- সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য , জাতিবাচক বিশেষ্য , বস্তুবাচক   দ্রব্যবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য , ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য,ও গুনবাচক বিশেষ্য। ১ ) সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য: -      যেসব বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট স্থান , নদী , পর্বত , সমুদ্র , প্রসিদ্ধ গ্রন্থ বা ব্যক্তির নাম বোঝায় , তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয় । যেমন : রাম, রহিম , ঢাকা , পদ্মা , গঙ্গা , তাজমহল , রামায়ণ , মহাভারত ইত্যাদি । ২ ) জাতিবাচক...