বিশেষণ
বিশেষণ সংজ্ঞা: বাংলা ব্যাকরণ মতে– বাক্যে ব্যবহৃত যে প্রকার পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদকে বিশেষিত করে, তাকেই বিশেষণ বলে। বিশেষ্যের বিশেষণ - লাল রক্ত; সর্বনামের বিশেষণ - করুণাময় তুমি; ক্রিয়ার বিশেষণ - আস্তে যাও শ্রেণিবিভাগ : বিশেষণ দুইভাগে বিভক্ত, নাম বিশেষণ এবং ভাব বিশেষণ । ক)নাম-বিশেষণ: যে সকল শব্দ (বিশেষণ পদ) সর্বনাম ও বিশেষ্যকে বিশেষিত করে, তাকেই নাম বিশেষণ বলা হয়। যেমনঃ সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে? সে রূপবান ও গুণবান। খ)ভাব বিশেষণ: যে সকল শব্দ বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদ ব্যতীত অন্যপদগুলোকে বা বাক্যকে বা উভয়ের অর্থকে বিশেষিত করে, তাকে ভাব-বিশেষণ বলে। ভাব বিশেষণকে চারভাগে ভাগ করা যায়- ১ ) ক্রিয়া বিশেষণ ২ ) বিশেষণের বিশেষণ ৩ ) অব্যয়ের বিশেষণ ৪ ) বাক্যের বিশেষণ ১ ) ক্রিয়া বিশেষণঃ যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তা...